আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক, গ্রেফতার 1 ভাঙড়, 18 সেপ্টেম্বর:ভাঙড় আছে ভাঙড়েই! পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে মারামারি, খুন, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের একাধিক এলাকা । তবে পরিস্থিতি যে শান্ত হয়নি তার আরও একবার প্রমাণ মিলল আজ । পুলিশি হানায় রবিবার ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বন্দুক ও বিস্ফোরক । রবিবার কাশীপুর থানার পানাপুকুর গ্রামের ঘটনা । অভিযুক্তদের আজ সোমবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হবে ।
পুলিশ জানানো হয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে রবিবার দুপুর নাগাদ পানাপুকুর গ্রামের আইএসএফ কর্মী শেখ করিমের বাড়িতে হানা দেয় পুলিশ । তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু’টি বন্দুক ও বোমা তৈরির এক বস্তা সরঞ্জাম । পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ধারাল অস্ত্র । বেআইনি অস্ত্র রাখার দায়ে ইতিমধ্যেই অভিযুক্ত আইএসএফ কর্মী শেখ করিমকে গ্রেফতার করেছে কাশীপুর পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷
আরও পড়ুন:ভাঙড়ের নতুন 'রাফ রেজিস্টার' বানিয়ে করে অপরাধীদের তালিকা তৈরি লালবাজারে
এই ঘটনা প্রসঙ্গেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা বলেন, " আই এস এফ এর কর্মী সমর্থকরা এলাকায় অশান্তি পাকানোর জন্য এলাকায় অস্ত্র মজুদ রাখছিল বারবার প্রশাসনকে আমরা জানিয়েছি। প্রশাসন অবশেষে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি । আইএসএফ-এর সমাজ বিরোধীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে । ওদের কাছে রাইফেল-গ্রেনেড-বন্দুক অত্যাধুনিক অস্ত্র রয়েছে । আর এটা আজ আরও একবার প্রমাণিত হল ।" অপরদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য তথা আইএসএফ নেত্রী জানান, প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তা-হলে দেখা যাবে তৃণমূলের অনেক কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে ।
আরও পড়ুন:হাইকোর্টে বছরের সেরা রায়ের তালিকা প্রকাশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোন নির্দেশ স্থান পেল ?
ভাঙড়কে শান্ত করতে ইতিমধ্যেই ভাঙড়কে লালবাজারে আওতায় আনা হয়েছে ৷ এলাকায় পুলিশি কার্যকলাপে পরিবর্তন করা হয়েছে ৷ বাহিনীর নজরদারি থেকে শুরু করে এলাকায় আইনশঙ্খলা ব্যবস্থার প্রতিও পরিবর্তন এসেছে ৷