কুলতলি,23 ফেব্রুয়ারি: শুভেন্দুর সভার আগে কুলতলিতে ভূমিপুত্রকেই প্রার্থী চাই বলে বিজেপির পোস্টার। যা নিয়ে সভার আগে শুরু হয়েছে চাপানউতোর। এটি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বলে অভিযোগ বিজেপির। অভিষেকের পাল্টা সভা করতে আজ আসছেন শুভেন্দু, চলছে জোরদার প্রস্তুতি ৷
বারুইপুরের সভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলতলিতে সভা করে যে মিথ্যা অভিযোগ করেছিলেন তার যোগ্য জবাব দেবেন ৷ মঙ্গলবার কুলতলির বুকে জালাবেড়িয়ার গাজির মোড়ে জনসভা করবেন শুভেন্দু ৷ এদিন শুরুতে তিনি জয়নগরের বেলেদুর্গানগর এলাকা থেকে রোড শো করে সোজা তিনি পৌঁছাবেন জালাবেড়িয়ার জনসভায় ৷