পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique: 'ডায়মন্ডহারবারের মানুষকে পরাধীনতার শিকল থেকে মুক্তি দিতে এসেছি', মন্তব্য নওশাদ সিদ্দিকীর - Nawsad Siddique

দু'দিন আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন আগামী লোকসভা নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে প্রার্থী হতে চান ৷ রবিবারও তিনি একই কথার পুনরাবৃত্তি করেন ৷

ETV Bharat
নওশাদ সিদ্দিকী

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 9:18 PM IST

নওশাদ সিদ্দিকীর বক্তব্য

ডায়মন্ডহারবার, 12 নভেম্বর: সম্প্রতি আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছেন তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে আগামী 2024 এর লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়াতে চান। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ রবিবার ফের ডায়মন্ডহারবারে গিয়ে একই কথার পুনরাবৃত্তি করলেন নওশাদ ৷

শনিবার ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের গুরুদাস নগর এলাকায় আইএসএফের একটি কর্মী সম্মেলন ছিল । সেই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হয় । আইএসএফ কর্মী সমর্থকদের অভিযোগ, কর্মী সম্মেলনের পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় । এছাড়াও বেশকিছু আইএসএফ কর্মী সমর্থকদের দোকান ভাঙচুর করা হয়। এই ঘটনা সামনে আসার পর রবিবার ডায়মন্ডহারবারে যান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি এলাকা পরিদর্শনের পাশাপাশি ডায়মন্ডহারবার থানাতে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন ।

এদিন তিনি বলেন,"আমরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। পুলিশ-প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে । এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।" এর পাশাপাশি তিনি আবারও গত 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন,"লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা শুনে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই আমার বিরুদ্ধে তৃণমূলের বড় থেকে ছোট সমস্ত নেতাই কথা খরচ করছে ।" এছাড়াও তিনি আরও বলেন,"ভাঙড় থেকে আমি ডায়মন্ডহারবারে পালিয়ে আসিনি, ডায়মন্ড হারবারে মানুষকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে আমি ডায়মন্ড হারবারে এসেছি ।" লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই আইএসএফ ডায়মন্ডহারবার লোকসভার কেন্দ্রে বৃহত্তর কর্মসূচি নেবে । ভোট অবাধ ও শান্তিপূর্ণ হলে আইএসএফ জয়যুক্ত হবে বলেও তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details