ভাঙড়, 7 সেপ্টেম্বর: অভিযোগ আসছিল গত কয়েকদিন ধরেই ৷ এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড় অঞ্চলে তদন্তে নামলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ৷ পুরাতন চাকা লাগানো মিটার বদলে নতুন ডিজিট্যাল মিটার লাগানোর ব্যবস্থা করেছে বিদ্যুৎ দফতর । সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহককে এই নতুন মিটার প্রদান করার কথা বিদ্যুৎ বণ্টন সংস্থার । কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় যোজনার মাধ্যমে তার ব্যবস্থা করেছে বিদ্যুৎ বণ্টন সংস্থা । তবে অনেকক্ষেত্রেই স্থানীয় বাসিন্দাদের ভুল বোঝানোর অভিযোগ উঠেছে ৷
অভিযোগ, ঠিকাদার সংস্থার কর্মীরা বিনামূল্যে মিটার প্রদান না করে গ্রাহককে ভয়ভীতি দেখিয়ে বা কারচুপি করার কথা বলে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন । এই বিষয়ে ভাঙড় বিদ্যুৎ দফতরের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সেই ঘটনার তদন্তে নেমে এদিন বিদ্যুৎ বণ্টন সংস্থার আধিকারিকরা কাশীপুর গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন । গ্রাহকরা এই বিষয়ে তাঁদের ক্ষোভ উগরে দেন দফতরের আধিকারিকদের কাছে ।