ক্যানিং, 17 জুন: ভাঙড়ের পর এবার ক্যানিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবারই ভাঙড়ের ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল ৷ সেখান থেকেই কড়া বার্তাও দিয়েছিলেন ৷ এদিনও কোনওভাবেই যে এই হিংসা বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যপাল ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যে কোনওরকম সমস্যা হলে তিনি মানুষের পাশে দাঁড়াবেন, প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেবেন ৷
এদিন জেলার আধিকারিকদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন তিনি । আধিকারিকদের কাছ থেকে সরাসরি জানতে চান যে ঘটনার দিন ক্যানিং এলাকায় পুলিশ আধিকারিকদের পরিচালনার দায়িত্বে কোন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ? সূত্রের খবর, ঘটনার দিন এত বোমা-বারুদ-গুলি চলল এবং তার আগাম খবর কেন পুলিশকর্মীরা জানতে পারলেন না সেই বিষয়টিও রাজ্যপাল পরিষ্কার করতে চেয়েছেন । মূলত এই ঘটনায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের সঙ্গেও কথা বলতে পারেন রাজ্যপাল ৷ পাশাপাশি এদিন পুলিশ আধিকারিকদের কাছ থেকে রাজ্যপাল জানতে চান এই ঘটনায় কোন কোন ধারায় অভিযোগ করেছে পুলিশ ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির হওয়ার পরেই অস্থির হয়ে ওঠে ভাঙর এবং ক্যানিং চত্বর । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যানিংয়ে গোলমালের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি অভিযুক্তরা প্রত্যেকেই বহিরাগত। কিন্তু কীভাবে এই ঘটনা পুলিশের হাতের বাইরে বেরিয়ে গেল সেই বিষয় পরিষ্কারভাবে এদিন জানতে চেয়েছেন রাজ্যপাল ।