ডায়মন্ড হারবার, 18 এপ্রিল:গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দফতর ৷ সামুদ্রিক মাছেদের প্রজননের সময় এখন ৷ সেই কথা মাথায় রেখেই 15 এপ্রিল থেকে টানা 61 দিন সমুদ্রে মাছ ধরায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে । ছোট বড় সকল মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা জারি করা হযেছে । 14 জুন পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা । এই সময়কালের মধ্যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না । সমুদ্রতট থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার উপর সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি থাকছে ।
মূলত প্রত্যেক বছরই মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি থাকে ৷ এবারও এই সময়ের মধ্যে মাছেরা যাতে নিশ্চিন্তে সমুদ্রে বিচরণ করতে পারে তাই নিষেধাজ্ঞা । তবে গতবছর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্রে গিয়েছিল সাতটি নৌকা । এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন । দক্ষিণ 24 পরগনা জেলার সহ মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার জানান, 61 দিন গভীর সমুদ্রে মাছ ধরার ওপর প্রতিবছরই নিষেধাজ্ঞা জারি করা হয় মৎস্য দফতরের পক্ষ থেকে ৷ মূলত মাছেদের প্রজননের জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয় । এর ফলে মাছের উৎপাদন বাড়ে । নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে সমুদ্রে না যায় সেদিকটি লক্ষ্য রাখা হচ্ছে । এমন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।