পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান ইস্যুতে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীবের, পালটা বিবৃতি ইডি'র

Rajeev Kumar gave a strong message on Shahjahan issue: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ বিবৃতি দিল ইডিও।

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 5:48 PM IST

Updated : Jan 8, 2024, 6:46 PM IST

Etv Bharat
Etv Bharat

গঙ্গাসাগর ও নয়াদিল্লি, 8 জানুয়ারি: সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত ডিজি রাজীব কুমার ৷ সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি'র আধিকারিকরা ৷ ডিজি যেদিন মন্তব্য করছেন ঠিক সেদিনই এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বিবৃতি জারি করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সেদিন ইডি'র আধিকারিকদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও চড়াও হন স্থানীয়রা ৷ রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে শাহজাহানের বাড়ির সামনে ৷ এরপরই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যের পুলিশ প্রশাসনকে ৷ এমনকী কড়া বার্তা দিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যদিও ঘটনার তিনদিন কেটে গেলেও এখনও খোঁজ নেই তৃণমূল নেতার ৷

এরপর সোমবার এবিষয়ে মুখ খুললেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ এদিন গঙ্গাসাগর থেকে রাজীব বলেন, "যারাই আইন হাতে তুলে নিয়েছে বা আইন ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।" আর ডিজি'র এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য ৷

সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি ও অভিযানের দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হয়েছিল বেশ কয়েকজন। এবার সেই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রেস বিবৃতি জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অভিযোগ সন্দেশখালিতে গোটা ঘটনায় যেভাবে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছিল এবং তারা পুলিশকে জানানো সত্ত্বেও রাজ্য পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে সকল ধারায় অভিযোগ করেছে এই ধারাগুলি অত্যন্ত লঘু বলে দাবি ইডি'র।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরও দাবি, রাজ্য পুলিশের তরফ থেকে যে সকল ধারাগুলি অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সকল ধারাগুলি জামিন যোগ্য। কিন্তু বাস্তবে যে সকল ঘটনাগুলি ঘটেছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার কথা ছিল রাজ্য পুলিশের। এছাড়াও ইডি'র তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে তার কোনও নথিও তাদের দেওয়া হয়নি। পাশাপাশি, পুলিশ সুপারকে দু'বার জানানো সত্ত্বেও পুলিশ বনগাঁ এবং সন্দেশখালি দুই জায়গাতেই নিষ্ক্রিয় ছিল ৷

আরও পড়ুন

'গালাগালি করেন...তবুও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক', কুণাল নিয়ে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের

বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা

Last Updated : Jan 8, 2024, 6:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details