পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুই তোকারি, আঙুল উঁচিয়ে কথা, পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আইএসএফ প্রার্থীর

প্রার্থীকে আঙুল উঁচিয়ে বললেন, "নির্বাচন কমিশনকে বলুন একটা হেলিকপ্টার দিতে ৷ পুলিশ উড়ে গিয়ে কাজ করবে ৷"

magrahat paschim isf candidate maidul islam alleges misconduct against Diamond Harbor IC
magrahat paschim isf candidate maidul islam alleges misconduct against Diamond Harbor IC

By

Published : Mar 21, 2021, 7:39 AM IST

ডায়মন্ড হারবার, 21 মার্চ : দলের কর্মীকে ভুল অভিযোগে তুলে আনা হয়েছে ৷ এর প্রতিবাদে ডায়মন্ড হারবার থানার সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছিলেন মগরাহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ৷ আর তাতেই মেজাজ হারালেন থানার আইসি ৷ প্রার্থীকে আঙুল উঁচিয়ে বললেন, "নির্বাচন কমিশনকে বলুন একটা হেলিকপ্টার দিতে ৷ পুলিশ উড়ে গিয়ে কাজ করবে ৷"

বোমাবাজির অভিযোগে আইএসএফ কর্মী আনোয়ার হোসেন জমাদারকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ খবর পেয়ে ওই কর্মীর পরিবারকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার থানার সামনে প্রতিবাদ জানান মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম । কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে বসে পড়েন তিনি ৷ যা নিয়ে থানার আইসি সুজন রায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মইদুল ইসলামের ৷ জমায়েতের জন্য অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান আইসি ৷ কিছু জানানোর থাকলে ভদ্রভাবে আসার অনুরোধ করা হয় । প্রার্থীরা জানান এলাকায় আইএসএফ কর্মীদের হুমকি দেওয়ায় নির্বাচন কমিশনকে তারা জানিয়েছেন ৷ কিন্তু তা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি ৷ তাই এই প্রতিবাদ ৷

আরও পড়ুন :মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু

যা শুনেই মেজাজ হারান থানার আইসি সুজন রায় ৷ প্রার্থীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বলেন, "নির্বাচন কমিশনকে বলুন আমি হোয়াটসঅ্যাপে একখানা মেসেজ পাঠিয়েছি । পুলিশকে একটা হেলিকপ্টার দেওয়া হোক ৷ পুলিশ উড়ে উড়ে চলে যাবে ।" মইদুলের অভিযোগ, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে । আইসি আঙুল উঁচিয়ে হুমকি দিয়েছেন ৷

মইদুল ইসলাম জানিয়েছেন, "নেতড়ার কামালপুরের বাসিন্দা আইএসএফ কর্মী আনোয়ার হোসেন জমাদার পতাকা লাগাচ্ছিল । সেই সময় বেশকিছু তৃণমূল আশ্রিত দুস্কৃতী তাদেরকে মারধর করে । তাঁর দোকান বন্ধ করার হুমকি দেয় । শুক্রবার তাদের বাড়িতে ঢুকে আক্রমণ করার চেষ্টা করে । উল্টে মিথ্যে অভিযোগে তাকে তুলে নিয়ে যায় পুলিশ । আগে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা ওই আইএসএফ কর্মীকে হুমকিও দেয় । বিষয়টি নির্বাচন কমিশনের আরও-কে লিখিতভাবে জানাই । কিন্তু কোনও কাজ না হওয়ায় আমরা থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম ।" তিনি আরও বলেন, "বিক্ষোভ চলাকালীন থানার আইসি এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন । তুই-তোকারি শুরু করেন ৷"

যদিও পরে প্রার্থীকে থানার ভিতরে ডেকে নেন আইসি । অভিযোগ শোনার আশ্বাসও দেন । পরে কর্মী-সমর্থকরা বিক্ষোভ তুলে নেন । ওই আইএসএফ কর্মীকে ছেড়ে দেয় পুলিশ ।

থানার আইসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আইএসএফ প্রার্থীর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details