পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরদ্বীপে চালু ওয়াটার অ্যাম্বুলেন্স

ওয়াটার অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন ,লাইফ জ্যাকেট ,স্ট্রেচার ,অন্য সামগ্রী । এর ফলে রোগীদের কাকদ্বীপে পৌঁছাতে সময় লাগবে প্রায় 15-20 মিনিট ।

Water ambulance
Water ambulance

By

Published : Jan 1, 2021, 10:56 PM IST

দক্ষিণ 24 পরগণা, 1 ডিসেম্বর : সাগরদ্বীপে উদ্বোধন হল ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা । আজ এর উদ্বোধন করেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ।

সাগরদ্বীপের 43টি গ্রামে প্রায় দু'লাখ মানুষের বাস । নদীবেষ্টিত এই দ্বীপে পারাপারের প্রধান মাধ্যম হল ভেসেল, ট্রলার বা লঞ্চ । সাগর গ্রামীণ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিষেবা পেতে রোগীকে কাকদ্বীপ ,ডায়মন্ড হারবারে আসতে হয় । সেখানের আশঙ্কাজনক রোগীকে কলকাতায় স্থানান্তরের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যন্ত্রচালিত রোগী সহায়তা জলযানই একমাত্রই ভরসা।

সাগরদ্বীপের মানুষের সমস্যার কথা ভেবে নতুন যন্ত্রচালিত রোগী সহায়তা জলযানের উদ্বোধন করলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলও । সাগরদ্বীপের মানুষের কথা ভেবে হরিণবাড়ি গ্রামের বাসিন্দা সত্যজিৎ দাস এই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করেন নিজ উদ্যোগে । বোর্ড অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন ,লাইফ জ্যাকেট ,স্ট্রেচার ও অন্য সামগ্রী । গর্ভবতী মহিলাদের সদর হাসপাতালে স্থানান্তরের জন্য এই পরিষেবাগুলি বাড়তি সুবিধা দেবে ।

বঙ্কিম হাজরা বলেন, দ্বীপের আশঙ্কাজনক রোগীকে দ্রুত স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা সারা বছর পাবে সাগরদ্বীপের বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details