পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে আরাবুল বাহিনীর দাপট, ভোট দিতে বাধা - tmc goons

ভাঙড়ে আরাবুল বাহিনীর দাপট, ভোট দিতে বাধা

পুলিশ

By

Published : May 19, 2019, 9:33 AM IST

Updated : May 19, 2019, 10:15 AM IST

ভাঙড়, 19 মে : ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ভাঙড়ে উত্তেজনা । পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা গ্রামে গ্রামে ভোটারদের হুমকি দিচ্ছেন ।

পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গাজিপুর এলাকা আরাবুল ইসলামের অনুগামীরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ । পাওয়ার গ্রিড সংলগ্ন গাজিপুর এলাকার 92 এবং 93 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । স্থানীয়দের অভিযোগ, ভোট দিতে গেলে আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে ।

ভিডিয়োয় দেখুন ভাঙড়ের ভোটচিত্র

পরে কাশীপুর থানার পুলিশ গিয়ে ভোটারদের নিরাপত্তার আশ্বাস দেওয়ায় তারা বুথমুখী হয় । যদিও আরাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন ।

Last Updated : May 19, 2019, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details