পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 18, 2021, 9:25 PM IST

ETV Bharat / state

Virus Research Laboratory: ডায়মন্ড হারবারে তৈরি হবে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা ৷ ওই ল্যাব তৈরির জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে ৷ এ নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর সবুজ সংকেত দিয়েছে ৷

Virus Research and Diagnostic Laboratory will be Set Up in Diamond Harbor
ডায়মন্ড হারবারে তৈরি হবে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব

ডায়মন্ড হারবার, 18 অক্টোবর : করোনা পরীক্ষার জন্য আগেই তৈরি হয়েছিল আরটিপিসিআর ল্যাব ৷ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার তৈরি করা হবে অত্যাধুনিক ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি ৷ এর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের শরীরে সংক্রমিত ভাইরাসকে অল্প সময়ের মধ্যে ল্যাবরেটরিতে চিহ্নিত করে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

ইতিমধ্যে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ ল্যাবরেটরি তৈরির কাজ একধাপ এগিয়ে গিয়েছে ৷ শুধুমাত্র কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আধুনিক ও উন্নত মানের ল্যাবরেটরি হলে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলের মানুষের চিকিৎসার ক্ষেত্রে এই ল্যাবরেটরি আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ কারণ, আগামী দিনে ব্লক হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগীদের নমুনা নাইসেডের পরীক্ষাগারে আর পাঠাতে হবে না ৷

ডায়মন্ড হারবারে তৈরি হবে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব

আরও পড়ুন : Child Left : শিশু কন্যাকে মাছ বিক্রেতার কাছে ফেলে উধাও মদ্যপ ব্যক্তি

কলকাতার হাসপাতালে রোগী রেফারের সংখ্যাও অনেকটা কমবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷ ওই ল্যাবে শুধুমাত্র করোনা ভাইরাস নির্ণয়ের পরীক্ষার পাশাপাশি সমস্ত রকম ভাইরাসের পরীক্ষা করা যাবে ৷ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও অন্যান্য ভাইরাসের খোঁজ মেলে, তা নিয়েও কাজকর্ম হবে বলে জানা গিয়েছে ৷ ফলে সুন্দরবনের প্রান্তিক এলাকার বাসিন্দাদের কলকাতায় যাতায়াতের সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে মনে করছেন চিকিৎসকেরা ৷

আরও পড়ুন :Rain : দফায় দফায় বৃষ্টিতে উপকূলে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, সতর্ক প্রশাসন

ABOUT THE AUTHOR

...view details