ডায়মন্ড হারবার, 18 অক্টোবর : করোনা পরীক্ষার জন্য আগেই তৈরি হয়েছিল আরটিপিসিআর ল্যাব ৷ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার তৈরি করা হবে অত্যাধুনিক ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি ৷ এর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের শরীরে সংক্রমিত ভাইরাসকে অল্প সময়ের মধ্যে ল্যাবরেটরিতে চিহ্নিত করে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷
ইতিমধ্যে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ ল্যাবরেটরি তৈরির কাজ একধাপ এগিয়ে গিয়েছে ৷ শুধুমাত্র কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আধুনিক ও উন্নত মানের ল্যাবরেটরি হলে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলের মানুষের চিকিৎসার ক্ষেত্রে এই ল্যাবরেটরি আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ কারণ, আগামী দিনে ব্লক হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগীদের নমুনা নাইসেডের পরীক্ষাগারে আর পাঠাতে হবে না ৷