জয়নগর, 6 অগস্ট:চারিদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত ৷ তাই সকলকে তৎপর হয়ে মোকাবিলা করতে হবে ডেঙ্গির ৷ আর নিজেদের গ্রামে ডেঙ্গি রুখতে পারলেই পাওয়া যাবে পুরস্কার ৷ ডেঙ্গি প্রতিরোধে এমনই উদ্যোগ নিলেন জয়নগরের দক্ষিণ বারাসত পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান অরুণ নস্কর ৷ যিনি এবারের জয়ী তৃণমূল প্রার্থীও ৷ তিনি বলেন, "ডেঙ্গি রুখতে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই আমি নিজের বুথেই ডেঙ্গি প্রতিরোধে স্প্রে করলাম । পাশাপাশি মানুষকে সচেতনও করেছি ।" বিদায়ী উপ-প্রধানের এই ভূমিকায় খুশি এলাকার মানুষজনও । তাদের কথায়, এখনও পঞ্চায়েতের বোর্ড গঠন হয়নি । কিন্তু তার আগেই অরুণ এলাকার একাধিক সমস্যা সমাধানের কাজে নেমেছেন । এতে তারা খুবই খুশি ৷
বর্ষা আসতেই ফের রাজ্যজুড়ে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি ৷ ডেঙ্গি রুখতে জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নির্দেশ মেনে রাস্তায় নেমেছেন জনপ্রতিনিধিরা ৷ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন তারা ৷ এ দিন ডেঙ্গি রুখতে স্প্রে মেশিন কাঁধে নিয়ে নিজেই গ্রামে গ্রামে মশা মারার তেল ছিটালেন বিদায়ী উপ-প্রধান । জয়নগরের দক্ষিণ বারাসত পঞ্চায়েতের এবারের শাসকদলের জয়ী প্রার্থীও তিনি । এমনকী ডেঙ্গি সচেতনতার জন্য গ্রামের মানুষদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা করেন অরুণ । দক্ষিণ বারসত পঞ্চায়েতের 16 নম্বর বুথের বিভিন্ন এলাকায় তিনি দলের কর্মীদের নিয়ে এই কাজে নামেন ।