গঙ্গাসাগর, 17 এপ্রিল:বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর 171 নম্বর বুথের । সোমবার প্রায় শতাধিক মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে ভোট বয়কটের হুমকি দিয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকায় ।
প্রতি বছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এসে তছনছ করে চলে যায় গোটা এলাকা । তারপর শুধু সময় বয়ে যায় ৷ কিন্তু বদলায় না পরিস্থিতি ৷ ইয়াস ঝড়ের পরও তিন বছর পেরতে চলেছে ৷ কিন্তু সবকিছুর হাল ফিরলেও, ক্ষতিগ্রস্ত রাস্তার হাল আর ফিরল না ৷ বেহাল হয়ে পরে রয়েছে এখনও রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি । দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাট সংস্কার হয়নি ৷ বারবার প্রশাসনকে জানিও কোনওরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের । অবশেষে বেহাল রাস্তার উপরেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজন ৷ এমনকী পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনকে বড়সড় হুঁশিয়ারি দিতে শোনা গেল গ্রামবাসীদের ।
উল্লেখ্য, গত 2020 সালে ইয়াস ঝড় ও জলোচ্ছ্বাসের দাপটে একাধিক এলাকা প্লাবিত হয় ধবলাটের বসন্তপুর ও শিবপুরে । যার ফলে এলাকার মানুষজনের চলাচলের ইটের রাস্তা অধিকাংশ জায়গায় নষ্ট হয়ে যায় । সেই রাস্তার এখনও পর্যন্ত সংস্কার না হওয়ায় ভোট ঘোষণার প্রাক্কালে এলাকার মানুষ দলমত নির্বিশেষে বিক্ষোভে সামিল হন এদিন ৷ এ বিষয়ে এলাকার শাসকদলের পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক মানসকুমার মিশ্র জানান, 100 দিনের মাধ্যমে রাস্তার কাজ করার চেষ্টা শুরু হয়েছিল ৷ তবে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি আর ।