ক্যানিং, 7 জুলাই:তিন তৃণমূল কর্মীখুনের ঘটনায় এখনও থমথমে দক্ষিণ 24 পরগনারক্যানিংয়ের গোপালপুর গ্রাম ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও গ্রামবাসীরা এখনও আতঙ্কে রয়েছেন(Villagers terrified of 3 tmc leaders murder at canning)৷ গ্রামের মধ্যে এই নৃশংস ঘটনায় ঘুম উড়ে গিয়েছে সবার ৷
বৃহস্পতিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলার বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি (38) ও ভূতনাথ প্রামাণিক (33) এবং ঝন্টু হালদার (33) নামে দুই তৃণমূল সদস্য বাড়ি থেকে বেরিয়ে বাইকে চড়ে যাওয়ার সময় পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকে গুলি চালাতে থাকে । ঘটনাস্থলেই রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনজন তৃণমূল নেতা । সেই সময় তাঁদের গলার নলি কেটে দেওয়া হয় বলেও অভিযোগ ।
এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়রা দেখেন, রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক । ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটি দেহ ও বাইকগুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে মৃতদেহগুলির পাশ থেকে বোমার খোল উদ্ধার করে ও দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷
আরও পড়ুন :সমস্যা সমাধান না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি জমি রক্ষা কমিটির