ক্যানিং, 28 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্যানিং থানার পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল নেতা তাপস সর্দার ও পঞ্চায়েত সদস্যা চাঁপারানি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা ফণীভূষণ মণ্ডল 10, 15, 20 হাজার টাকা করে কাটমানি নিয়েছেন । কেউ কেউ ঘর পেয়েছেন আবার অনেকেই আশ্বাস পেলেও ঘর পাননি ৷
সম্প্রতি মুখ্যমন্ত্রী কাটমানি ফেরানোর কথা বলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কাটমানি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে । সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা বাংলায় ৷ আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দারিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ এরপর গ্রামবাসীদের সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতাদের বচসা বেধে যায় ।
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েও তৃণমূল নেতা তাপস সর্দার ও ফণীভূষণ মণ্ডল টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ৷ সেই সময় এক গ্রামবাসী ফণীভূষণ মণ্ডলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন ৷ বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মীও সেখানে হাজির হন । সেই সময় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা । পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোতে থাকায় তৃণমূল নেতারা পরিস্থিতি সামলান । এক সপ্তাহের মধ্যে টাকা না ফেরত দিলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।