গঙ্গাসাগর, 4 এপ্রিল: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছিল রাস্তা ৷ তারপর পেড়োয়নি একমাসও ৷ এরই মধ্যে ফাটল দেখা দিল সেই রাস্তায় ৷ নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার সংস্থা রাস্তা তৈরি করার ফলেই এমন ঘটনা, অভিযোগ তুলে বিক্ষোভে দেখাল গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে । কৃষ্ণনগর বাজার থেকে সামন্ত পাড়া পর্যন্ত চার কিলোমিটার 780 মিটার রাস্তা তৈরি হয়েছিল । সেই রাস্তায় দেখা দেয় ফাটল ৷
একদিকে সেই ফাটল মেরামত করতেই রাতারাতি সিমেন্ট দিয়ে বুঝিয়ে সংস্কার করে দেওয়ার চেষ্টা করে ঠিকাদার সংস্থা । আর এর পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা । এই বিষয় নিয়ে ঠিকাদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফাটল রাস্তা দিয়ে নাকি জল ঢুকে রাস্তা আরও খারাপ হবে ৷ তাই রাতারাতি সিমেন্ট দিয়ে ভরাট করা হয়েছে । অন্যদিকে এই বিষয় নিয়ে জিভিডি-এর চেয়ারম্যান ও তৃণমূল নেতা সন্দীপ পাত্র বলেন, "এর আগের ঠিকাদার রাস্তা তৈরিতে একাধিক দুর্নীতি করে ৷ তাই তার টেন্ডার বাতিল করা হয় ৷ বর্তমানে অন্য ঠিকাদার টেন্ডার নিয়ে কাজ করছেন ৷ এখনও পর্যন্ত রাস্তার কাজ সমাপ্ত হয়নি । যে জায়গা ফাটল ধরেছে বা ভেঙে গিয়েছে তা অবশ্যই মেরামত করা হবে ।"