ধসপাড়া (দক্ষিণ 24 পরগনা), 22 অগস্ট:টানা 10 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা । রাস্তার হাল এতটাই খারাপ, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না গ্রামে (Dhospara Road Problem ) ৷ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা আদ্যিকালের সেই পালকি । এই ছবিই দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ধসপাড়ায় (Bad Road Condition)। স্থানীয়দের অভিযোগ, বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ এখনও যেই কে সেই অবস্থাতেই পড়ে মনসার মোড় থেকে লক্ষ্মী মোড় পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা (Villagers protest by planting saplings on the road) ৷
রাস্তা বেহাল ও খানা-খন্দে ভর্তি । বৃষ্টির সময় এই রাস্তায় দশা আরও করুণ হয়ে যায় ৷ একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায় ৷ নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা (Bad Road Condition in Dhospara)। দাবি উঠেছে অবিলম্বে সেই রাস্তা সারাইয়ের ৷ উপায়ন্তর না দেখে এবার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা । রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন কয়েকশো গ্রামবাসী । স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তার মেরামতি করুক গ্রাম পঞ্চায়েত ।