নামখানা, 24 মে : প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । আর তা নিয়ে ইতিমধ্যে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরবনের গ্রামবাসীদের কপালে । আয়লা এবং আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার ৷ ঝড়ের জেরে কার্যত ক্ষতি হয়েছে একাধিক নদী বাঁধের । ঘূর্ণিঝড় আমফানের দাপটে নদী বাঁধ ভেঙে, বানভাসি হয়েছিল বহু গ্রাম । নষ্ট হয়েছিল বিঘের পর চাষযোগ্য জমি । এক বছর কেটে গিয়েছে ৷ কিন্তু বাঁধগুলি মেরামতি করার কোনও উদ্যোগই নেয়নি রাজ্য সরকার ।
যশের আগে তাই তৎপরতার সঙ্গে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে চলছে নদী বাঁধ সংস্কারের কাজ ৷ কোথাও তৈরি হচ্ছে কংক্রিটের নদী বাঁধ ৷ আবার কোথাও চলছে পুরানো মাটির বাঁধগুলি মেরামতির কাজ ৷ নামখানা, নারায়নপুর ও ঈশ্বরীপুর গ্রামের গতবছর আমফানে ভেঙে গিয়েছিল হাতানিয়া দোয়ানিয়া নদীর বিস্তীর্ণ বাঁধ । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ না হওয়ায় বাঁধ মেরামতিতে নেমেছেন বাসিন্দারাই । গ্রামবাসীদের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে আপতকালীন নদীবাঁধ । গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকে নদীবাঁধ মেরামতি ও সংস্কারের কথা বললেও, কোনও কাজ হয়নি । আমফানে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল চাষের জমি । বানভাসি হয়েছিল গোটা গ্রামের মানুষ । নিজেদের ভিটেমাটি রক্ষা করতে তাই এবার তৎপর স্থানীয়রা ৷