পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pathar Pratima River Embankment : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পাথরপ্রতিমার অচিন্ত্য নগরে বেহাল নদীবাঁধ নিয়ে আতঙ্কে গ্রামবাসী

নদীর বাঁধ ভেঙে বারেবারেই ভেসে যায় গ্রাম ৷ ইতিমধ্যে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ৷ তাতে ফের বাঁধ ভাঙা নিয়ে দুশ্চিন্তায় পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কেপ্লট এলাকার মানুষ (Pathar Pratima River Embankment) ৷ এবারও ভাঙবে বাঁধ ?

River Embankment
অচিন্ত্য নগরে নদীবাঁধ

By

Published : May 5, 2022, 2:29 PM IST

পাথরপ্রতিমা, 5 মে : নদীবাঁধ ভাঙার আতঙ্ক ঝড়ের পূর্বাভাসে ৷ দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কেপ্লট এলাকার মানুষ এখন বাঁধ নিয়ে দুশ্চিন্তায় । উল্লেখ্য, ইতিমধ্যেই আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ৷ এর ফলে নদীতে জলোচ্ছ্বাস হতে পারে ৷ এমনকি প্রচণ্ড ঝড়ের দাপটে নদীবাঁধ, গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়তে পারে । আর সেই আতঙ্কই পেয়ে বসেছে কেপ্লট ভোক্তাপাড়ার 100টি পরিবারকে (Villagers demand of river embankment made of concrete in Pathar Pratima South 24 Parganas) ।

গ্রামবাসীদের দাবি, দ্রুত কংক্রিটের স্থায়ী নদীবাঁধ তৈরি করে দিক সরকার । তা না হলে ভেসে যাবে গোটা গ্রাম । এর আগে যশের তাণ্ডবে নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা গ্রাম । এখনও সেই দগদগে ঘা শুকোয়নি । তারপর থেকে লবণাক্ত জলের জন্য চাষবাস হচ্ছে না । পুকুরের জলও ব্যবহারের অযোগ্য ।

আরও পড়ুন : Cyclone Asani alert: কোটালে ভাঙল সুন্দরবনের নদীবাঁধ, ঘূর্ণিঝড় অশনির সতর্কবার্তা মৎস্যজীবীদের

আমফানের পরে পূর্ত দফতরের উদ্যোগে নদীবাঁধে ইটের ব্লক এবং মাটি ফেলে সংস্কার করা হয়েছে । তা সত্ত্বেও অধিকাংশ জায়গায় নদীর জোয়ারে ঠাকুরান নদীর ঢেউয়ে পাইলেন ও ইটের ব্লক নদীতে চলে গিয়েছে ৷ বিশাল চওড়া নদীবাঁধ এখন সরু হয়ে গিয়েছে । যে কোনও মুহূর্তে নদীর বাঁধ ভেঙে আবার এলাকা প্লাবিত হতে পারে । তাই ইতিমধ্যেই এলাকার মানুষজন নদীবাঁধে দাঁড়িয়ে কংক্রিটের ঢালাই বাঁধ করার আবেদন জানিয়েছেন ।

অচিন্ত্য নগর গ্রামপঞ্চায়েতের প্রধান দুঃখিশ্যাম শিট জানান, এই সমস্ত নদীবাঁধ করার মতো ক্ষমতা নেই পঞ্চায়েতের । নদীবাঁধ নির্মাণের দায়িত্ব পূর্ত বা সেচ দফতরের ৷ তিনি সেচ দফতরের কাছে আবেদন জানিয়েছেন । এলাকাবাসীদের একটাই প্রশ্ন, দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও নদীবাঁধ ভালভাবে সংস্কার বা কংক্রিট ঢালাই করা হল না কেন ? দু‘-তিন মাস পরেই বর্ষাকাল ৷ এই সময়ের মধ্যে কি আদৌ সংস্কার সম্ভব ?

ABOUT THE AUTHOR

...view details