বারুইপুর, 12 মে : ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বারুইপুরের ফল ও সবজি ব্যবসায়ীরা । সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা অবস্থায় তাঁদের । একদিকে লোকাল ট্রেন না চলায় বাজারে শাক সবজি এনেও তা পাঠানো যাচ্ছে না বিভিন্ন জায়গায় । অন্যদিকে নির্দিষ্ট সময় বাজার খোলা থাকায় অনেকেই বাজারে আসছেন না । ফলে অনেক জিনিস পড়েই নষ্ট হচ্ছে বা কম দামেই সেগুলি বিক্রি করতে হচ্ছে ।
চাষের খরচটুকুও উঠছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের । তবে চাষিরা দাম না পেলেও বাজারে কিন্তু দাম কমছে না ফল বা সবজির । লোকাল ট্রেন না চলায় সবজি আনার খরচ তুলতেই লোকাল বাজারে দাম বাড়ছে ফল এবং সবজির । ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মধ্যবিত্তের ।