ভাঙড়, 5 অগস্ট : রাজ্য সরকারের নিয়মানুযায়ী আইসিডিএস সেন্টারে কোভিড ভ্যাকসিনেশনের ক্যাম্প হওয়ার কথা ছিল ৷ কিন্তু স্থান বদলে তা হল শাসকদলের দলীয় কার্যালয়ে । এ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিরোধী বিজেপি এই ক্যাম্পে জাল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চলের ৷
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও গতকাল তা হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অহিদ আলি শেখ বলেন, "ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চল 2 নং সংসদের বুথে শেখ রেকা বিবির আহ্বানে এবং ভাঙড়-1 বিডিও অপর্ণা সাহা, আশা ম্যাডামের সহযোগিতায় আজ কোভিশিল্ড দেওয়া হচ্ছে ৷" তিনি জানান, 150 লোককে ওই ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হবে ৷ তিনি বিডিও-র নির্দেশের কথা উল্লেখ করে জানান এই ক্যাম্প চলবে ৷
এই প্রসঙ্গে বিএমওএইচ (BMOH) অনিমেষ হোড় বলেন, "আজ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিশিল্ডের ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছিল ৷ কিন্তু কিছু স্থানীয় দলের লোক এসে তা সরিয়ে নিয়ে তা পার্টি অফিসে করার চেষ্টা করে ৷ বিডিও সাহেব ও আমার হস্তক্ষেপে তা আবার আইসিডিএস সেন্টারে করি ৷" তিনি জানিয়েছেন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন : vaccination centers : কলকাতা 212, আসানসোল 15; টিকাকরণ কেন্দ্র নিয়ে কটাক্ষ জিতেন্দ্র-র