পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Uttar Pradesh Youth Returns Home: পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের মানসিক ভারসাম্যহীন যুবক - Youth Returns Home with help of police

Youth Returns Home with Help of Police: পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক ৷ বকুলতলা থানার পুলিশ লোকালের হাট থেকে উদ্ধার করেছিল তাঁকে ৷ আড়াই বছর আগে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷

Youth Returns Home with help of police
উত্তরপ্রদেশের যুবক

By

Published : Aug 22, 2023, 1:20 PM IST

বকুলতলা(দক্ষিণ 24 পরগনা), 22 অগস্ট: বকুলতলা থানার পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন উওরপ্রদেশের মানসিক ভারসাম্যহীন এক যুবক ৷ লোকালের হাট থেকে তাঁকে উদ্ধার করেছিল পুলিশ ৷ এ দিন যুবককে তুলে দেওয়া হল পরিবারের হাতে ।

জানা গিয়েছে, তিনি উওরপ্রদেশ রাজ্যের সীতাপুর জেলার রামপুর মথুরা থানার সহেরি গ্রামের বাসিন্দা ৷ গরীব কৃষক বাবুরামের একমাএ ছেলে ওংকার ৷ বাড়ি থেকে বেরিয়ে লখনউতে ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে আড়াই বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান । অনেক খোঁজাখুঁজি করেও পরিবার তাঁর হদিশ পায় না ৷ পরে স্থানীয় চাঁদপুর চৌকিতে অভিযোগ জানান বাবুরাম । এ দিকে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে অবশেষে পশ্চিমবঙ্গে চলে আসেন ওই মানসিক ভারসাম্যহীন 25 বছরের যুবক । অন্যদিকে এত বছর ধরে তাদের একমাএ ছেলেকে না পেয়ে প্রায় আসা ছেড়ে দিয়েছিল ওংকারের পরিবার ।

গত শুক্রবার বকুলতলা থানার বাইশহাটার লোকালের হাটে এক যুবককে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করায় তাঁর কথায় অসঙ্গতি মেলে ৷ এরপরেই ওংকারকে বসিয়ে রেখে বকুলতলা থানায় খবর দেয় এলাকাবাসীরা । বকুলতলা থানায় পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে ৷ তারপর ওই যুবককে ক্রমাগত জিজ্ঞেসাবাদ করা হয় ৷ তাঁর কথা থেকেই উওরপ্রদেশের রামপুর মথুরা থানার সহেরি গ্রামের খোঁজ পায় পুলিশ ৷

আরও পড়ুন:অর্থের অভাবে চিকিৎসা হয়নি! শিকল বাঁধা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

এরপর সেখানকার থানার সঙ্গে যোগাযোগ করেন বকুলতলা থানার ওসি তাপস মণ্ডল । ওখানকার থানা মারফত খবর পেয়ে ওই যুবকের বাবা ও দু'জন প্রতিবেশী তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে বাংলায় আসেন । বকুলতলা থানার পুলিশ ওংকারকে তুলে দেয় পরিবারের হাতে ৷ ছেলেকে ফিরে পেয়ে থানায় দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন বাবা । তিনি এ দিন তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য বকুলতলা থানার ওসি-সহ সকল পুলিশ কর্মীকে ধন্যবাদ জানান । তারপরেই ছেলেকে নিয়ে রওনা দেন উওরপ্রদেশের দিকে।

ABOUT THE AUTHOR

...view details