নরেন্দ্রপুর, 26 মার্চ :ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় (Unnatural Death In Narendrapur) । মৃত প্রৌঢ়ার নাম গৌরী সাহা (50) ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকায় একাই বাড়িতে থাকতেন গৌরী সাহা। খুব বেশি নড়াচড়ার ক্ষমতা ছিল না তাঁর। ঘরের চার দেওয়ালের অন্দরেই বেশিরভাগ সময় কাটাতেন । রান্না করারও তেমন একটা ক্ষমতা ছিল না তাঁর । রান্নার তৈরির জন্য এক মহিলা ছিলেন। তিনিই এসে রান্না করে দিয়ে যেতেন ৷ গতকাল এসে ওই মহিলা রান্না করে দিয়ে যান । তারপর বাড়িতে একাই ছিলেন গৌরী সাহা । হঠাৎই গভীর রাতে আগুন লাগে । সেই সময় আশেপাশের বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। আচমকা ধোঁয়া এবং পোড়া গন্ধ টের পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় । তবে ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয়েছে 50 বছরের প্রৌঢ়ার । খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।