পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nephew killed by Uncle: কাকার বিরুদ্ধে ভাইপোকে খুনের অভিযোগ - uncle accused to murder his Nephew

দক্ষিণ চব্বিশ পরগনার পূজালিতে বিবাদের জেরে কাকার হাতে ভাইপো খুন ৷ পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই খুন, অভিযোগ মৃতের স্ত্রীর ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Apr 5, 2023, 10:45 PM IST

কালীপুজোর আসরে কাকা-ভাইপোর বচসা

পূজালি (দক্ষিণ 24 পরগনা), 5 এপ্রিল: কালীপুজোর আসরে কাকা-ভাইপোর বচসা ৷ হঠাৎই ভাইপোর গলায় অস্ত্রের কোপ কাকার ৷ বুধবার ঘটনাটি ঘটেছে পূজালি পৌরসভার অর্ন্তগত 13 নম্বর ওয়ার্ডের রাজারামপুর এলাকায় ৷ ঘটনায় মৃত্য়ু হয়েছে ভাইপো স্বদেশ দাসের (38) ৷ মৃতের স্ত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পূজালি পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের রাজারামপুরের একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল ৷ সেই পুজোর আসরে বেশ কিছু স্থানীয় যুবক মদ্যপান করছিল । সেখানে উপস্থিত ছিলেন কাকা মহাদেব দাস এবং ভাইপো স্বদেশ দাস । তাঁরা দু‘জনেই মদ্যপ ছিলেন ৷ বুধবার হঠাৎ স্বদেশ ও তাঁর কাকা মহাদেব দাসের সঙ্গে বচসা বাঁধে ৷ অভিযোগ, সেই সময়েই কাকা মহাদেব দাস একটি অস্ত্র নিয়ে ভাইপোর গলায় কোপ বসায় ৷ গুরুতর আহত হয় অবস্থায় ভাইপো স্বদেশ দাসকে উদ্ধার করে স্থানীয়রা ও পরিবারের লোকজন এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ তবে বাড়িতে আসার পরেই ওই ব্যক্তির রক্তক্ষরণ শুরু হয় এবং অবস্থার অবনতি হতে থাকে ৷

আরও পড়ুন:মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের

গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় খড়িবেরিয়ার, ব্যঞ্জন হেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা স্বদেশ দাসকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই মৃতের স্ত্রী মনিকা দাস মহাদেবের (কাকা) নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মহাদেবকে গ্রেফতার করেছে ৷ খুনে ব্যবহৃত অস্ত্রটিও সন্ধান চালাচ্ছে ৷ মৃতের স্ত্রী মনিকা দাস বলেন, "ভোরবেলা কাকা শ্বশুর আমার স্বামীকে গলায় ছুরি বসায় ৷ বিষয়-সম্পত্তি নিয়ে অশান্তি কারণে আগেও একবার এই ধরনের কাজ করেছে আমার কাকাশ্বশুর ৷ আমার 12 বছরের একটি মেয়ে আছে ৷ তার এবং আমার কী হবে জানি না ৷"

ABOUT THE AUTHOR

...view details