পূজালি (দক্ষিণ 24 পরগনা), 5 এপ্রিল: কালীপুজোর আসরে কাকা-ভাইপোর বচসা ৷ হঠাৎই ভাইপোর গলায় অস্ত্রের কোপ কাকার ৷ বুধবার ঘটনাটি ঘটেছে পূজালি পৌরসভার অর্ন্তগত 13 নম্বর ওয়ার্ডের রাজারামপুর এলাকায় ৷ ঘটনায় মৃত্য়ু হয়েছে ভাইপো স্বদেশ দাসের (38) ৷ মৃতের স্ত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পূজালি পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের রাজারামপুরের একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল ৷ সেই পুজোর আসরে বেশ কিছু স্থানীয় যুবক মদ্যপান করছিল । সেখানে উপস্থিত ছিলেন কাকা মহাদেব দাস এবং ভাইপো স্বদেশ দাস । তাঁরা দু‘জনেই মদ্যপ ছিলেন ৷ বুধবার হঠাৎ স্বদেশ ও তাঁর কাকা মহাদেব দাসের সঙ্গে বচসা বাঁধে ৷ অভিযোগ, সেই সময়েই কাকা মহাদেব দাস একটি অস্ত্র নিয়ে ভাইপোর গলায় কোপ বসায় ৷ গুরুতর আহত হয় অবস্থায় ভাইপো স্বদেশ দাসকে উদ্ধার করে স্থানীয়রা ও পরিবারের লোকজন এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ তবে বাড়িতে আসার পরেই ওই ব্যক্তির রক্তক্ষরণ শুরু হয় এবং অবস্থার অবনতি হতে থাকে ৷