পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার কাকা - বারুইপুর

অভিযোগ, বচসা চলাকালীন আচমকা সমীরকে মারধর শুরু করে নিশিকান্ত । লাঠি দিয়ে বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সমীর ।

uncle-accused-of-beating-his-nephew-to-death-due-to-family-dispute
uncle-accused-of-beating-his-nephew-to-death-due-to-family-dispute

By

Published : Apr 20, 2021, 5:28 PM IST

বারুইপুর, 20 এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায় । অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ ।

কাকা নিশিকান্ত সামন্তের সঙ্গে গৌড়দহ শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা ভাইপো সমীর সর্দারের (30) পারিবারিক বিবাদ দীর্ঘদিনের । সোমবার সন্ধ্যায় দু'জনের মধ্যে তুমুল বচসা শুরু হয় । অভিযোগ, বচসা চলাকালীন আচমকা সমীরকে মারধর শুরু করে নিশিকান্ত । লাঠি দিয়ে বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন সমীর । পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ঘুটিয়ারি শরীফ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ৷ যদিও চিকিৎসকরা জানান, তিনি মৃত । পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুর পুলিশ মর্গে পাঠায় ।

আরও পড়ুন: দাসপুরে খালের ধারে যুবকের রক্তাক্ত দেহ

ঘটনায় নিহত সমীরের ভাই কাকা নিশিকান্ত সামন্তের বিরুদ্ধে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ নিশিকান্তকে গ্রেফতার করেছে । মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details