বাসন্তি, 2 অগাস্ট : এলাকা দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি ৷ গুলি লেগে দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ ঘটনাটি বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ার ৷ জখম দু'জনের নাম মহৎ শেখ ও শাহরুখ শেখ ৷ বর্তমানে তাঁরা ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ 2
এলাকা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয় মূল তৃণমূল ও তৃণমূল যুব-র মধ্যে ৷ ঘটনায় দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটানাস্থানে পৌঁছেছে পুলিশ ৷
একাংশ তৃণমূল কর্মীর অভিযোগ, মূলত এলাকা দখলের জন্যই তৃণমূল যুব-র কর্মীরা আজ হামলা চালায় ৷ দীর্ঘদিন ধরে তৃণমূল নেতা-কর্মীরাই ওই অঞ্চল পরিচালনা করছে ৷ কিন্তু তৃণমূল যুব-র কর্মীরা জোর করে এলাকা দখলের চেষ্টা করছে ৷ তবে, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল যুব ৷ তাদের পালটা দাবি, মূল তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর জেলা পুলিশের আধিকারিক বাহিনী নিয়ে ঘটনাস্থানে যান ৷ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বাসন্তী থানায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷