ক্যানিং, 16 জুন : দলীয় কার্যালয় থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী ৷ গতরাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী এলাকায় ঘটনাটি ঘটে ৷ জখম হন আলম শেখ, অন্যজন রহমত শেখ ৷ আলম ও রহমতকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতারা ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিকারীঘাটা এলাকার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ফিরছিলেন আলম ও রহমত ৷ সেই সময় হঠাৎ সাতমুখীর বাজার চত্ত্বরে গুলি চলে ৷ জখম হন দুজনই ৷ স্থানীয়রা জখম আলম ও রহমতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় ৷ সেখানে তাঁরা আপাতত চিকিৎসাধীনে রয়েছেন ৷