পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

teachers tested covid positive : দুই শিক্ষক করোনা পজিটিভ সত্ত্বেও চালু স্কুল - স্কুলে করোনার থাবা

জয়নগরের স্কুলে করোনা পজিটিভ দুই শিক্ষক (teachers tested covid positive) ৷ অথচ তারই মধ্যে চলছে পঠন-পাঠন ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যেখানে স্কুলের শিক্ষকরাই করোনা সংক্রামিত হয়েছেন সেখানে কী স্কুল খুলে রাখা উচিত । যদিও স্কুলের প্রধান শিক্ষক দেবদীপ ভট্টাচার্য জানিয়েছেন, শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে । তাদের নির্দেশ অনুযায়ী স্কুল চলছে স্বাভাবিকভাবে ।

jaynagar
jaynagar

By

Published : Dec 4, 2021, 6:40 AM IST

জয়নগর, 4 ডিসেম্বর : প্রায় দেড় বছর পর খুলেছে স্কুল । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন । কিন্তু উদ্বেগ বাড়িয়ে জয়নগরের একটি স্কুলে ফের করোনা পজিটিভ দুই শিক্ষক , অথচ তারই মধ্যে চলছে পঠন-পাঠন (Two teachers tested covid positive but the school is still going on) ।

স্থানীয় সূত্রের খবর, জয়নগর থানার দক্ষিণ বারাসত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ইতিমধ্যেই করোনা সংক্রামিত হয়েছেন । যার কারণে বর্তমানে আর স্কুলে আসছেন না তাঁরা । এদিকে অভিযোগ, ওই দুই শিক্ষকের করোনা হওয়ার পরেও চলছে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন । স্কুলের প্রধান শিক্ষক দেবদীপ ভট্টাচার্য জানিয়েছেন, শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে । তাদের নির্দেশ অনুযায়ী স্কুল চলছে ।


ওই দুই শিক্ষক করোনা আক্রান্ত হওয়ার পরে স্কুলে জারি হয়েছে বাড়তি সর্তকতা । জানা গিয়েছে প্রতিদিন দু’বার করে স্কুলে স্যানিটাইজ করা হচ্ছে । আর সেই কাজে সাহায্য করছে দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত । কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে স্কুলের শিক্ষকরাই করোনা সংক্রামিত হয়েছেন সেখানে কী স্কুল খুলে রাখা উচিত । এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক থেকে স্কুলের সভাপতি সকলের সাফাই একই ৷ তাঁদের বক্তব্য করোনা বিধি মেনেই স্কুল খোলা হয়েছে ৷ সমস্ত সরকারি নির্দেশও যথাযথ ভাবেই পালন করা হচ্ছে । তবে এই ঘটনায় আতঙ্কিত অন্য শিক্ষকরাও।

প্রসঙ্গত, এই মুহূর্তে স্কুলে যাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা । এরই মধ্যে এবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও অফলাইনে পঠনপাঠন শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে । কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে প্রথম থেকে অষ্টম শ্রেণির মিড ডে মিলে রান্না করা খাবার পরিবেশন । ডিসেম্বরের মধ্যেই মিড ডে মিলের চেকলিস্ট ব্লক মারফত স্কুল শিক্ষা দফতরে এসে পৌঁছবে । এই পদক্ষেপ মিড ডে মিলে রান্না করা খাবারের পাশাপাশি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলারও ইঙ্গিত, মনে করছে বিশেষজ্ঞ মহল। তারই মাঝে এই ঘটনা সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য শিক্ষকরাও।

ABOUT THE AUTHOR

...view details