মৌসুনি দ্বীপ, 13 ডিসেম্বর: মৌসুনি দ্বীপে কার্যত ধ্বংসের মুখে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি দু’টি সৌরবিদ্যুৎ প্রকল্প (Two solar plants in Mousuni Island in tatters) ৷ রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাগডাঙার 55 কিলোওয়াট এবং বালিয়াড়ার 110 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ৷ 2000 সালে প্রথম মৌসুনির বাগডাঙাতে 55 কিলোওয়াটের এই সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ৷
2001 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মৌসুনির বাগডাঙাতে 55 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন ৷ বেশ কিছুদিন পর মৌসুনির বালিয়াড়াতে 110 কিলোওয়াটের আরেকটি সোলার প্রজেক্ট শুরু হয় ৷ যেটি কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয় ৷ তারপর বেশ কয়েকবছর মৌসুনি দ্বীপের বাসিন্দারা ওই সৌরবিদ্যুৎ প্রকল্পের সুবিধাও পান ৷ কিন্তু, আমফান ঝড়ে বালিয়াড়া সৌরবিদ্যুৎ প্রকল্পটি একেবারেই নষ্ট হয়ে যায় ৷ কিন্তু, মৌসুনি বাগডাঙা গ্রামপঞ্চায়েত সংলগ্ন 55 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে ৷