পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Turtles Smuggling: বনদফতরের গোপন অভিযানে উদ্ধার 98টি কচ্ছপ, গ্রেফতার দুই পাচারকারী - কচ্ছপ পাচার

গোপন অভিযান চালিয়ে হতেনাতে পাকড়াও দুই পাচারকারী (Two smugglers arrested ) ৷ তাঁদের কাছ থেকে উদ্ধার 98টি কচ্ছপ ও হরিণের চামড়া ৷

Turtles Smuggling
উদ্ধার 98টি কচ্ছপ

By

Published : Jan 12, 2023, 10:34 PM IST

বারুইপুর, 12 জানুয়ারি: ফের বন্যপ্রাণ হত্যা । পূর্ণবয়স্ক হরিণকে মেরে তার মাংস বিক্রির অভিযোগ উঠল দু'জনের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে কুলতলির কৈখালি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয় । বনদফতর মারফত কুলতলি থানায় খবর আসে, জঙ্গলে ঢুকে একটি হরিণকে হত্য়া করা হয়েছে । এরপর সেই মাংস কেটে কেটে বিক্রি করা হচ্ছে । এরপরই রাতে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে পুলিশ ।

কচ্ছপ পাচার: বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এডিএফও অনুরাগ চৌধুরীর নেতৃত্বে বনদফতর এর একটি দল সাদা পোশাকে অভিযান চালায় । তাদের কাছে আগে থেকেই খবর ছিল বারুইপুর জয়নগর রোড দিয়ে কচ্ছপ পাচার হবে স্কুটিতে করে (Turtles Smuggling) । সেই মতো তারা ওত পেতে অপেক্ষা করতে থাকে । এরপরে দুই পাচারকারী বারুইপুর জয়নগর রোডের সূর্যপুরে আসলেই তাঁদেরকে ঘিরে ধরে বনদফতরের কর্মীরা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 97টি ফ্ল্যাপসেল ও একটি সফ্টসেল প্রজাতির কচ্ছপ । ধৃতদের বাড়ি মগরাহাট এলাকায় ।

দু'জন গ্রেফতার: গভীর রাতেই দু'জনকে গ্রেফতার করে বারুইপুর থানায় আনা হয় । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি স্কুটি । ধৃতদের নাম সুন্দর নস্কর ও কানাই দাস। তাদের কাছ খেকে হরিণের চামড়াও উদ্ধার করা হয়েছে । তাদের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে । বন্যপ্রাণী হত্যা ও তাদের মাংস বিক্রির ঘটনা নতুন নয় । এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে রাজ্যে।

গত বছর মার্চ মাসে একই ধরনের ঘটনা ঘটে: ছিল মালবাজার এলাকায় । মালবাজার মহকুমার নর্থ ইংডং এলাকায় একটি বাড়িতে সম্বর হরিণের মাংস রান্না হচ্ছিল । খবর পেয়ে গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে বনকর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকার বাড়িটিতে হানা দেয় । এছাড়াও তাঁদের সঙ্গে ছিল গরুমারার প্রশিক্ষিত কুকুর আরল্যান্ড ।

বনকর্মীদের হানা: বাড়িটি ঢুকে বনকর্মীরা বুঝতে পারেন, গোপন সূত্রের মাধ্যমে সঠিক খবরই পেয়েছেন তাঁরা । কারণ, আধিকারিকরা পৌঁছে দেখেন ওই বাড়িটিতে হরিণের মাংস রান্না হচ্ছে । কিছু কাঁচা মাংসও দেখতে পান তাঁরা । বনকর্মীরা কাঁচা এবং রান্না করা মাংস বাজেয়াপ্ত করে । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটকও করা হয় । আটক করে গরুমারা নর্থ রেঞ্জে নিয়ে যাওয়া হয় তাঁদের ।

আরও পড়ুন:গরুমারায় সম্বর হরিণের মাংস ও চামড়া-সহ গ্রেফতার চার

ABOUT THE AUTHOR

...view details