মথুরাপুর, 23 জুন : গণপিটুনিতে মৃত্যু হল দুই দুষ্কৃতীর । ঘটনাটি মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর পঞ্চায়েতের শিবগঞ্জ এলাকার । ঘটনায় জখম হয়েছেন রমজান মোল্লা নামে এক ব্যবসায়ী । তিনটি গুলি লেগেছে তাঁর হাতে । বর্তমানে তিনি মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
লালপুরে নিজের দোকানেই বসেছিলেন রমজান মোল্লা । অভিযোগ, সেইসময় কয়েকজন দুষ্কৃতী অটোরিক্সা করে এসে রমজান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে । গুলির আওয়াজে স্থানীয়রা চলে আসায় ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । সেইসময় তাড়া করে দু'জনকে ধরে ফেলে স্থানীয়রা । তারপর গণপিটুনি দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের দেহ দুটি উদ্ধার করে ।