গঙ্গারামপুর, 25 জুলাই : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই আরোহীর ৷ জখম হয়েছেন আরও একজন ৷ শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে ৷ পুলিশ জানায়, মৃত দুই বাইক আরোহীর নাম শিবলাল মুর্মু (26), বচ্চন মুর্মু (25) ৷ তাঁদের বাড়ি মালদা জেলার গোপালপুর এলাকায় ৷ জখম যুবকের নাম রাজকুমার মিরদা (28) ।
গত রাতে 5 নম্বর দমদমা গ্রাম পঞ্চায়েতের অধীন কালদিঘি এইচপি গ্যাস গোডাউনের সামনে 512 নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই লরি ও একটি মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে । গুরুতর জখম হন তিনজন ৷ তাঁদের রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসেন ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন ৷ তৃতীয়জন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৷