পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে গ্রেফতার আইএসএফের 2 শীর্ষ নেতা - mintu shikari

ভাঙড় 1 ব্লকের আইএসএফ সভাপতি শরিফুল মোল্লা ও সম্পাদক মিন্টু শিকারিকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ ৷ সোমবার রাতে বড়ালির বাড়ি থেকে শরিফুলকে এবং তার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার ভাঙড়ের রানিগাছি গ্রাম থেকে মিন্টু শিকারিকে গ্রেফতার করে পুলিশ ৷

ভাঙড়ে গ্রেফতার আইএসএফের 2 শীর্ষ নেতা
ভাঙড়ে গ্রেফতার আইএসএফের 2 শীর্ষ নেতা

By

Published : Jun 1, 2021, 2:20 PM IST

ভাঙড়, 1 জুন : দু'দিনে ভাঙড়ে আইএসএফের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ । ধৃতরা হলেন ভাঙড় 1 ব্লকের আইএসএফ সভাপতি শরিফুল মোল্লা ও সম্পাদক মিন্টু শিকারি ।

সোমবার রাতে বড়ালির বাড়ি থেকে শরিফুলকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ । তার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার ভাঙড়ের রানিগাছি গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে মিন্টু শিকারিকে । ধৃতদের বিরুদ্ধে মারধর, হুমকি, রাস্তা অবরোধ, লুঠপাট সহ একাধিক অভিযোগ রয়েছে ভাঙড় থানায় । নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পুলিশ তাঁদের খুঁজছিল । নিজেদের বাড়ি থেকেই ওই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ ।

যদিও আইএসএফ নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে । ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকির জয়লাভ করার পিছনে শরিফুল ও মিন্টু শিকারির বড় ভূমিকা আছে । তাই হারের প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে বলে দাবি করে শরিফুল মোল্লা ।

আরও পড়ুন :কমেছে কাশি, রাতে ভাল ঘুমিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য

শরিফুল আরও বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে আর মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ । ভোটে হারার প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে । পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ।"

ভাঙড়ে গ্রেফতার আইএসএফের 2 শীর্ষ নেতা

এই ঘটনায় তৃণমূলের ভাঙড় ব্লক সভাপতি কাইজার আহমেদ বলেন, "নির্বাচনের আগে ওরা প্রকাশ্যে বলেছিল গাছে বেঁধে মারধর করা হবে ৷ জেতার পরেও ওরা তাই করেছে তাই পুলিশ ওদের গ্রেফতার করেছে ৷ এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনও যোগ নেই ৷"

ধৃত শরিফুলকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর । সোমবার ধৃত মিন্টু শিকারিকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details