পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু'দিনে সুন্দরবনে বাঘের হানায় মৃত 2 মৎস্যজীবী

মাছ ধরতে গিয়ে সুন্দরবনে আবারও মৃত্যু । এবার একসঙ্গে দু'জন ।

pic
ছবি

By

Published : Sep 4, 2020, 6:37 PM IST

Updated : Sep 4, 2020, 7:39 PM IST

সুন্দরবন, 4 সেপ্টেম্বর : সুন্দরবনে দু'টি পৃথক এলাকায় বাঘের হামলায় মৃত্যু হল দুই মৎস্যজীবীর । মৃতদের নাম বাবুলাল রপ্তান (৩০) ও মুন্না গাজি (25)। দু'জনে সুন্দরবন কোস্টাল থানার কুমিরগ্রামের বাসিন্দা ।

মাছ ধরতে গিয়েই বাঘের আক্রমণে মৃত্যু হয় এই দুই মৎস্যজীবীর । গতকাল সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম থেকে একটি নৌকো নিয়ে কেনারাম মণ্ডল এবং বাবুলাল রপ্তান কাঁকড়া ধরতে মরিচঝাঁপির চিলমারি খালে গেছিলেন । সেখানে কাঁকড়া ধরার সময় আচমকা জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ বাবুলাল রপ্তানের উপর ঝাঁপিয়ে পড়ে । বাবুলালকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় বাঘটি । বেগতিক দেখে কেনারাম চিৎকার শুরু করে । পরে বাঘকে তাড়িয়ে বাবুরামকে উদ্ধার করতেন তিনি । কিন্তু বাঁচানো যায়নি বাবুলালকে । বাবুলাল রপ্তান স্ত্রী কাঞ্চন,পুত্র সাগর এবং বৃদ্ধা মা কালিদাসীকে নিয়ে কুমিরমারি গ্রামেই থাকতেন । অভাবের সংসারে, জঙ্গলে কাঁকড়া ধরে সংসার চলত তাঁদের । আজ এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

অন্যদিকে, সুন্দরবনের 4 নম্বর ঝিলা জঙ্গলেও বাঘের হানায় মৃত্যু হয় মুন্না গাজির (25) । মুন্না উত্তর 24 পরগনার পারঘুমটি থেকে সজনেখালির ঝিলা জঙ্গলে আজ সকালে মাছ ধরতে গেছিলেন । বাঘের হামলায় তাঁর মৃত্যু হয় ।

Last Updated : Sep 4, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details