ভাঙর, 31 মে : দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কাশীপুর থানার পোলেরহাট এলাকায় একটি বাগান থেকে উদ্ধার হল দুই বালতি বোমা । পরে কাশীপুর থানার পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় । স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি পরিত্যক্ত বাগানে হানা দেয় পুলিশ । সেখানেই একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে এই বোমাগুলি দেখতে পাওয়া যায় ।
কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই বালতি বোমা উদ্ধার - kashipur police
দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কাশীপুর থানার পোলেরহাট এলাকায় একটি বাগান থেকে উদ্ধার হল দুই বালতি বোমা । প্রতিটি বালতির মধ্যে 10 থেকে 11টি করে বোমা রাখা আছে ৷ ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
কাশিপুর থানার পোলেরহাট এলাকায় বাগান থেকে উদ্ধার দুই বালতি বোমা
আরও পড়ুন...ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত মহিলা মাওবাদী, মাথার দাম ছিল 2 লাখ
প্রতিটি বালতির মধ্যেই 10 থেকে 11টি করে বোমা রাখা আছে । ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।