পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Magrahat Murder : ভিন রাজ্যে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না, মগরাহাট গুলিকাণ্ডে গ্রেফতার 2 - Magrahat Murder

মগরাহাট গুলি কাণ্ডে গ্রেফতার দু'জন ৷ ভুবনেশ্বর থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ (Magrahat Murder)। ধৃতদেরকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে ।

Mograhat Gunshot Firing news
মগরাহাট গুলি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তরা

By

Published : May 8, 2022, 10:16 PM IST

মগরাহাট, 8 মে : মগরাহাটে গুলি করে খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তরা । ধৃতদের নাম মানোয়ার এবং মাসুদুর । ভুবনেশ্বর থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ (Magrahat Murder)। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, খুনের পর প্রেমিকাকে নিয়ে ভুবনেশ্বেরে পালিয়ে যায় মানোয়ার । তবে ইউপিআই (UPI)-এর মাধ্যমে প্রেমিকাকে টাকা পাঠাতে গিয়ে পুলিশের নজরে আসে । ইউপিআই-এর মাধ্যমে সন্ধান পাওয়া যায় অভিযুক্তের । সেই সূত্র ধরেই ভুবনেশ্বর থেকে মানোয়ার এবং মাসুদুরকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদেরকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে । আদালতে পুলিশি হেফাজতের জন্য আবেদন করবে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ ।

আরও পড়ুন :Mograhat Gunshot Firing : দিনেদুপুরে মগরাহাটে গুলি করে খুন, আহত 1

প্রসঙ্গত, মগরাহাট থানার পশ্চিম যুগদিয়া এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে । গুলিবিদ্ধ হন মোজাম ঢালি ও রেজওয়ান ঢালি নামে দুই ব্যক্তি । একটি বাগানের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এরপরই মগরাহাট থানার পুলিশ গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে । তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে চিকিৎসকরা জানান, মোজাম ঢালির মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে খবর, বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই মানোয়ারের সঙ্গে তাঁদের বিবাদ ছিল । আর এই টাকাকে কেন্দ্র করেই গুলি চলে ।

ABOUT THE AUTHOR

...view details