ভাঙড়, 12 মে : কলা বাগানের ভিতরে গোপনে বোমা বাঁধছিল বেশ কিছু দুষ্কৃতী । গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তল্লাশি অভিযানে নেমে হাতেনাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । বারুইপুর পুলিশ জেলার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ঘটনা । ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ, স্টোন চিপ-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল নজরুল মোল্লা ও রাজু মোল্লা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর চালতাবেড়িয়া এলাকায় একদল দুষ্কৃতী গোপনে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল । সম্প্রতি সেই খবর জানতে পারে কাশীপুর থানার পুলিশ । খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের হাত নাতে এলাকায় অভিযান চালায় পুলিশ । কিন্তু বেশ কয়েকবার অভিযান চালিয়েও দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায়নি । প্রতিবারেই পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।