পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাশীপুরে বোমা তৈরির সময় দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ - two arrested by police while making crude bomb from kashipur

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 20 কেজি স্টোন চিপ, 1 কেজি বারুদ ও বোমা তৈরির বহু সামগ্রী । ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ ।

কাশীপুরে বোমা তৈরির সময় দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ
কাশীপুরে বোমা তৈরির সময় দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরল পুলিশ

By

Published : May 12, 2021, 6:39 PM IST

ভাঙড়, 12 মে : কলা বাগানের ভিতরে গোপনে বোমা বাঁধছিল বেশ কিছু দুষ্কৃতী । গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তল্লাশি অভিযানে নেমে হাতেনাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । বারুইপুর পুলিশ জেলার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ঘটনা । ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ, স্টোন চিপ-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল নজরুল মোল্লা ও রাজু মোল্লা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর চালতাবেড়িয়া এলাকায় একদল দুষ্কৃতী গোপনে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল । সম্প্রতি সেই খবর জানতে পারে কাশীপুর থানার পুলিশ । খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের হাত নাতে এলাকায় অভিযান চালায় পুলিশ । কিন্তু বেশ কয়েকবার অভিযান চালিয়েও দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায়নি । প্রতিবারেই পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

বুধবার সকালে এলাকার একটি কলাবাগানের ভিতর বোমা বাঁধার কাজ চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি নেমে পড়ে । এদিন দুপুর সাড়ে 12টা নাগাদ হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ ।

আরও পড়ুন :দু'লাখ টাকার গাঁজা সহ গ্রেপ্তার 2 পাচারকারী

ধৃত নজরুল মোল্লা ও রাজু মোল্লা দুজনেই উত্তর চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 20 কেজি স্টোন চিপ, 1 কেজি বারুদ ও বোমা তৈরির বহু সামগ্রী । ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ । কী উদ্দেশ্য নিয়ে ওই দুষ্কৃতীরা বোমা বানাচ্ছিল এবং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details