পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দীর্ঘদিনের দাবি মেনে গ্রামে বসল নলকূপ, মিলল জলের বদলে গ্যাস

গ্রামাবাসীরা ভাবলেন, অবশেষে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে । কিন্তু বিধি বাম । নলকূপ বসানো হলেও তা দিয়ে জলের বদলে উঠে এল গ্যাস । আর আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে সেই গ্যাস । ঘটনাটি বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামের

জ্বলছে গ্যাস

By

Published : Oct 14, 2019, 4:43 AM IST

Updated : Oct 14, 2019, 8:09 AM IST

বাসন্তী, 14 অক্টোবর : এলাকায় পানীয় জলের সমস্যা ছিল । কোনও নলকূপ ছিল না । অনেক দূর থেকে জল আনতে হত । গ্রীষ্মে সমস্যা চরমে উঠত । তাই দীর্ঘদিন ধরে এলাকায় নলকূপ বসানোর দাবি করছিলেন বাসিন্দারা । অবশেষে সেই দাবি পূরণ হয়েছিল । পঞ্চায়েতের তরফে এলাকায় নলকূপ বসানোর সিদ্ধান্ত হয় । শেষ পর্যন্ত নলকূপ বসানো হল । গ্রামাবাসীরা ভাবলেন, অবশেষে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে । কিন্তু বিধি বাম । নলকূপ বসানো হলেও তা দিয়ে জলের বদলে উঠে এল গ্যাস । আর আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে সেই গ্যাস । ঘটনাটি বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামের ।

নতুন এই নলকূপ নিয়ে এখন মহা ফাঁপরে পড়েছেন গ্রামবাসীরা । তাঁরা বলছেন, "নলকূপ যখন ছিল না, তখন ছিল একরকম সমস্যা । আর এখন নলকূপ বসানোর পর দেখা দিয়েছে অন্যরকম সমস্যা । গ্যাসটি যথেষ্ট দাহ্য । আগুনের সংস্পর্শে এলেই দাউদাউ করে নীল শিখায় জ্বলে উঠছে ।" সকাল-বিকাল এখন তাই নলকূপের চারপাশে গ্রামবাসীদের ভিড় । পাশের গ্রাম থেকেও উৎসাহীরা এসে জড়ো হচ্ছে গ্যাসের নলকূপ দেখতে ।

দেখুন ভিডিয়ো

গ্রামবাসীরা বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছেন । স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, "পঞ্চায়েতকে জানিয়েছি । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এসে বিষয়টি দেখে যায়নি । আমরা আতঙ্কে রয়েছি । বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে ?"

Last Updated : Oct 14, 2019, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details