পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Troller Death : ট্রলারডুবিতে মৃত সাগরের দুই ভাই - Troller Death

পূর্ব মেদিনীপুরের খেজুরির কাছে মৎস্যজীবীদের ট্রলারডুবিতে মৃত্যু হয়েছে 2 জনের (Troller Death)। মৃত মৎস্যজীবীরা সম্পর্কে ভাই । দক্ষিণ 24 পরগনা সাগরের সুমতি নগর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর গ্রামের বাসিন্দা তাঁরা ।

Troller Death news
ট্রলারডুবিতে মৃত সাগরের দুই ভাই

By

Published : Jun 11, 2022, 10:37 PM IST

Updated : Jun 12, 2022, 1:24 PM IST

সাগর, 11 জুন : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে ঘটল বিপত্তি (Troller Death)। পূর্ব মেদিনীপুরের খেজুরির কাছে মৎস্যজীবীদের ট্রলারডুবিতে মৃত্যু হয়েছে 2 জনের । এখনও নিখোঁজ 7 মৎস্যজীবী । মৃত মৎস্যজীবীরা সম্পর্কে ভাই । দক্ষিণ 24 পরগনা সাগরের সুমতি নগর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর গ্রামের বাসিন্দা তাঁরা । মৃত মৎস্যজীবীর নাম খুরসেদ খাঁ ও সফিরুল খাঁ । ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 15 জুন থেকে সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে । সেই কারণে বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে ট্রলারে করে পেটুয়াঘাট বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শেখ তাজেমানের এফবি আলামিন-4 নামের একটি ট্রলার । মোট 12 জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে । যাওয়ার সময় খেজুরির মসনদ-ই আলার কাছে চড়ে ধাক্কা লাগে ট্রলারটির । তাতেই ঘটে বিপত্তি । ধাক্কার জেরে উলটে যায় । সমুদ্রে পড়ে যান 12 জনই । সাঁতরে বাঁচার চেষ্টা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল । শুরু হয় উদ্ধার কাজ । জানা গিয়েছে, 5 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে ।

ট্রলারডুবিতে মৃত সাগরের দুই ভাই

আরও পড়ুন :ট্রলার ডুবিতে মৃত দুই ! নিখোঁজ সাত

বাকি তিনজন অসুস্থ । এখনও হদিশ মেলেনি 7 মৎস্যজীবীর । একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় শ্মশানের নিস্তব্ধতা খাঁ পরিবারে । পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার উপার্জনের আশায় বেরিয়েছিলেন সাগরের একই পরিবারের তিন সদস্য । কিন্তু বাড়ি ফেরা হল না । এই খবরে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা গ্রাস করেছে ওই ট্রলারের নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের । তাঁদের খোঁজে দফায় দফায় চলছে তল্লাশি ।

Last Updated : Jun 12, 2022, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details