বজবজ, 12 অগস্ট:দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনায় ৷ গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ দু’টি ৷ মৃতরা মাধব পুরকাইত ও গণেশ নস্কর ৷ শক্রবারবজবজ পুরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডের শীতলা সঙ্ঘ ক্লাবের কাছে ঘটনাটি ঘটেছে ৷ খুনের অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অসীম বৈদ্যর বিরুদ্ধে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খাওয়ার পর ওই যুবক পান খেতে বেরিয়েছিলেন ৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় মাধব পুরকাইতের ভাই খুঁজতে বেরোয় তাকে ৷ তাঁর ভাইয়ের দাবি, বাড়ি থেকে বেরিয়ে শীতলা সঙ্ঘ ক্লাবের কাছে যেতেই তিনি দেখতে পান অসীম বৈদ্য-সহ বেশ লোকজন দাঁড়িয়ে আছেন । তাঁদের হাতে ধারাল অস্ত্র ছিল । আরও খানিকটা এগিয়ে যেতেই তিনি দেখতে পান তাঁর দাদা ও দাদার বন্ধুর রক্তাক্ত দেহ পড়ে আছ ৷ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা তাঁকে তাড়া করেন । প্রাণ বাঁচাতে বাড়ির উদ্দেশ্য রওনা দেন তিনি ৷ বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে বিষয়টি জানান । স্থানীয় থানায় সমস্ত বিষয়টি জানান ৷ পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে খড়িবেরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে ৷