পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যভাগের চক্রান্ত বন্ধ করতে দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে থানায় তৃণমূলের আইনজীবী সংগঠন - জন বার্লা

পশ্চিমবঙ্গকে ভাগ করার দাবি জানিয়েছিলেন দুই বিজেপি সাংসদ ৷ তাঁদের বিরুদ্ধে এবার সরব হলেন কাকদ্বীপের তৃণমূল আইনজীবী সংগঠনের সদস্যরা ৷

তৃণমূলের আইনজীবী সংগঠন
তৃণমূলের আইনজীবী সংগঠন

By

Published : Jun 30, 2021, 8:34 AM IST

কাকদ্বীপ, 30 জুন : বাংলা ভাগের দাবি জানিয়ে দুই বিজেপি সাংসদের ‘উস্কানিমূলক বক্তব্যের’ বিরুদ্ধে এবার সরব হলেন কাকদ্বীপের তৃণমূল আইনজীবী সংগঠন ৷ মঙ্গলবার এই বিষয়ে তাঁরা কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন ৷

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা । এদিকে, জঙ্গলমহলকে পৃথক রাজ্য গড়ার দাবি জানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ তাঁদের সেই বিতর্কিত মন্তব্যকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মঙ্গলবার কাকদ্বীপ থানায় দুই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূলের আইনজীবী সংগঠন ৷ পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাওয়ার আওয়াজ তুলে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিচ্ছিন্নতাবাদীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তৃণমূলের আইনজীবী সংগঠনের সদস্যরা ।

বার্লা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান । তবে এটি ‘সাধারণ মানুষের দাবি’ বলে সাফাই দিয়েছিলেন তিনি । অন্যদিকে, অনুন্নয়নের অভিযোগ তুলে সৌমিত্র খাঁ পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানান । যদিও বার্লা-সৌমিত্রদের দাবি ইতিমধ্যেই খারিজ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দুই সাংসদের রাজ্য ভাগের দাবি দল সমর্থন করে না ।

আরও পড়ুন :Separate Statehood : বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ

কাকদ্বীপ মহকুমার ফৌজদারি ও দেওয়ানি আদালতের তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে দুই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও জন বার্লার বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয় । এই সংগঠনের সহ-সভাপতি কৌশিক কর বলেন, ‘‘বাংলা ভাগের চক্রান্ত করছেন বিজেপির দুই সাংসদ । এটি অসাংবিধানিক কাজ । আমরা কাকদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছি । বাংলা ভাগের চক্রান্ত কোনওভাবেই সফল হবে না ।’’

ABOUT THE AUTHOR

...view details