গঙ্গাসাগর, 12 জুন: সোমবার অভিনব কায়দায় মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা । কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের মনোনীত প্রার্থী দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি ও সন্দীপকুমার পাত্র এ দিন নৌকা করে গিয়ে মনোনয়ন জমা দেন । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ের উদ্দেশ্যে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজের দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন করেন ।
ঢাকে কাঁঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের ৷ 8 জুলাই দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক ভোট ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধীদলের প্রার্থীরা ৷ বৃহস্পতিবার ভোট ঘোষণা হওয়ার পর শুক্রবার থেকেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনরকম অশান্তির ঘটনা না ঘটে সেই জন্য দক্ষিণ 24 পরগনা জেলার বিডিও অফিসগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে । কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ । কারণ এবার রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷