পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: টোটো বিক্রি করে ভোটের ময়দানে জয়নগরের তৃণমূল প্রার্থী - টোটো বিক্রি করে ভোটের ময়দানে

নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে 41 নম্বর বুথের তৃণমূলের প্রার্থী দীপঙ্কর হালদার ৷ ভোটের লড়তে কারও কাছে হাত না-পেতে নিজের টোটোই বিক্রি করে দিলেন তিনি ৷

toto driver Trinamool candidate
টোটো চালক দীপঙ্কর হালদার

By

Published : Jul 4, 2023, 9:15 PM IST

টোটো বিক্রি করে ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী

জয়নগর, 4 জুলাই:কোনও দাপুটে নেতা বা বিদায়ী সদস্য নন, জয়নগর-1 ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী এবার পেশায় টোটো চালক দীপঙ্কর হালদার ৷ অভাবের সংসার তাঁর ৷ দিন আনা দিন খাওয়া অবস্থা ৷ এই হালে পানি বলতে ছিল একটি টোটো ৷ ভোটের লড়াইয়ে নামতে রোজগারের একমাত্র সম্বল শখের টোটোকেই বিক্রি করে দিয়েছেন দীপঙ্কর ৷

এই তৃণমূল প্রার্থী বলেন, "আমি মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি । আশা করি গ্রামের মানুষ আমার পাশে আছে ৷ আমি ভোটে নিশ্চয়ই জয়যুক্ত হব । তবে আমি আমার সংসারের কোনরকম ঘাটতি রাখতে চাই না । তাই আমি খরচের কথা ভেবে নিজের টোটোটাকে বিক্রি করে দিয়েছি । তবে আমি একটি টোটো ভাড়ায় নিয়ে এখন সংসার চালাচ্ছি । কিন্তু ভোটের পর দিনরাত এক করে খেটে টোটো চালাব ৷ আবারও একটি নতুন টোটো কেনার চিন্তা ভাবনা করছি ।"

বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন দীপঙ্কর

নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে 41 নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন দীপঙ্কর । অভাব অনটনের মধ্যেও সবসময় মানুষের পাশে থেকেছেন তিনি ৷ যা তাঁকে করে তুলেছে জনপ্রিয় ৷ সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই পঞ্চায়েত ভোটের ময়দানে নেমে পড়েছেন এই টোটো চালক ৷ দরজায় দরজায় গিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ চাওয়ার পাশপাশি ভোটে তাঁকে জেতাতে আর্জি জানাচ্ছেন তিনি ৷ এখন তাঁর চাওয়া বলতে ভোটে জিতে রাস্তাঘাট মেরামত থেকে মানুষের উন্নয়ন ৷ তিনি বলেন, "ভোটে জিতে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজ করতে চাই ৷"

এলাকার গ্রামের রাস্তার অত্যন্ত শোচনীয় অবস্থা । গ্রামের আশেপাশে ডোবাতে পড়ে নানারকম আবর্জনা ৷ ভোট আসে ভোট যায়, গ্রামের মানুষকে আশ্বাস দেওয়াই সার ৷ কাজের কাজ আর কিছু হয় না ৷ প্রতিবারই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে থাকে নতুন পল্লির বাসিন্দারা । আর তাই এবার নিজেদের এলাকার উন্নয়নের কথা ভেবে ভোটে প্রার্থী দীপঙ্কর ।

আরও পড়ুন:উচ্চতা ছোট হলেও স্বপ্ন বড় ! ভোটে তৃণমূল প্রার্থী কলেজ পড়ুয়া 2 ফুটের চুমকি

গ্রামের ছেলের উপর ভরসা রাখছেন এই এলাকার বাসিন্দারা ৷ দীপঙ্করের হাত ধরে তারা স্বপ্ন দেখছেন এতদিনের না-পাওয়া বিষয়গুলি পূরণ হওয়ার ৷ ভোটের লড়তে গেলে অনেকটাই খরচ । আর সেই কথা মাথায় রেখে দীপঙ্করের নিজের সংসার চালানোর শেষ অস্ত্রটাও বিক্রি করে দিয়েছেন । নিজের টোটো বিক্রির সিদ্ধান্ত কঠিন ছিল ৷ তবে ভোটে জেতার ইচ্ছে থেকে তিনি সেই কাজ করতেও পিছপা হননি ৷ এবার ভাড়ার টোটো চালিয়ে গ্রামের মেঠো পথ থেকে পঞ্চায়েত পর্যন্ত দীপঙ্কর যেতে পারে কি না তাই এখন দেখার অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details