জয়নগর, 4 জুলাই:কোনও দাপুটে নেতা বা বিদায়ী সদস্য নন, জয়নগর-1 ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী এবার পেশায় টোটো চালক দীপঙ্কর হালদার ৷ অভাবের সংসার তাঁর ৷ দিন আনা দিন খাওয়া অবস্থা ৷ এই হালে পানি বলতে ছিল একটি টোটো ৷ ভোটের লড়াইয়ে নামতে রোজগারের একমাত্র সম্বল শখের টোটোকেই বিক্রি করে দিয়েছেন দীপঙ্কর ৷
এই তৃণমূল প্রার্থী বলেন, "আমি মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি । আশা করি গ্রামের মানুষ আমার পাশে আছে ৷ আমি ভোটে নিশ্চয়ই জয়যুক্ত হব । তবে আমি আমার সংসারের কোনরকম ঘাটতি রাখতে চাই না । তাই আমি খরচের কথা ভেবে নিজের টোটোটাকে বিক্রি করে দিয়েছি । তবে আমি একটি টোটো ভাড়ায় নিয়ে এখন সংসার চালাচ্ছি । কিন্তু ভোটের পর দিনরাত এক করে খেটে টোটো চালাব ৷ আবারও একটি নতুন টোটো কেনার চিন্তা ভাবনা করছি ।"
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে 41 নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন দীপঙ্কর । অভাব অনটনের মধ্যেও সবসময় মানুষের পাশে থেকেছেন তিনি ৷ যা তাঁকে করে তুলেছে জনপ্রিয় ৷ সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই পঞ্চায়েত ভোটের ময়দানে নেমে পড়েছেন এই টোটো চালক ৷ দরজায় দরজায় গিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ চাওয়ার পাশপাশি ভোটে তাঁকে জেতাতে আর্জি জানাচ্ছেন তিনি ৷ এখন তাঁর চাওয়া বলতে ভোটে জিতে রাস্তাঘাট মেরামত থেকে মানুষের উন্নয়ন ৷ তিনি বলেন, "ভোটে জিতে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজ করতে চাই ৷"