পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Disrupted: ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় বিপত্তি, 3 ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা - শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল ব্যাহত

সন্ধ্যাবেলায় ওভারহেডের তার ছিঁড়ে তিন ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হল শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ চূড়ান্ত হয়রানি যাত্রীদের ৷ প্রায় তিন ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয় ৷

Etv Bharat
ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি শিয়ালদা দক্ষিণ শাখায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 10:58 PM IST

বারুইপুর, 27 অক্টোবর: লক্ষ্মীপুজোর আগের দিন শুক্রবার সন্ধ্যায় শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন পরিষেবায় বড়সড় বিপত্তি ৷ গড়িয়া স্টেশনের কাছে আপ লাইনের ওভারহেড তার ছিঁড়ে সন্ধে সাড়ে সাতটা থেকে কার্যত বন্ধ হয়ে যায় শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা ৷ এর প্রায় তিন ঘণ্টা পর সাড়ে দশটা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷

আপ লাইনে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শিয়ালদায় কোনও ট্রেনই ঢুকতে পারছিল না ৷ যার জেরে ডাউন লাইনেও পরিষেবা কার্যত থমকে যায় ৷ ফলে, চরম ভোগান্তির মধ্যে পড়েন হাজার হাজার যাত্রী ৷ শিয়ালদা থেকে নামখানা, ডায়মন্ড হারবার, বজবজগামী সব ট্রেনই থমকে যায় ৷

আরও পড়ুন : যাত্রীর অভিযোগে রেলকে 60 হাজার টাকা জরিমানা আদালতের

রেলসূত্রে খবর, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গড়িয়া স্টেশনের কাছে আপ লাইনের ওভারহেড তার ছিঁড়ে যায় ৷ ফলে শিয়ালদামুখী সোনারপুর ও বারুইপুর-সহ একের পর এক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ৷ যেহেতু শিয়ালদায় আপ ট্রেন ঢোকা বন্ধ হয়ে যায়, তাই শিয়ালদা থেকে ডাউন ট্রেন ছাড়াও সম্ভব হয়নি ৷ ফলে শিয়ালদা-সহ বিভিন্ন স্টেশনে হাজার হাজার যাত্রী আটকে পড়েন ৷

এমনিতে এখনও পুজোর ছুটির রেশ থাকায় অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম ছিল ৷ তবে লক্ষ্মীপুজোর আগের দিন কলকাতা থেকে বহু মানুষই বাড়িতে ফেরেন ৷ তারপরে সপ্তাহান্তেও কলকাতা থেকে বাড়ি ফেরেন অনেকে ৷ লক্ষ্মীপুজো থাকায় ছোট, বড় অনেক ব্যবসায়ী দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে কলকাতায় ফল-সহ বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসেন ৷ এদিন প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ ৷

আরও পড়ুন : ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি! ব্যান্ডেল-কাটোয়া শাখায় 12 ঘণ্টা পরেও স্বাভাবিক হল না পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details