ডায়মন্ডহারবার, 5 নভেম্বর: ছুটির দিন রবিবার ফের ট্রেন বিভ্রাট শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ রবিবার বিকেল 3টে 40 মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আর এর জেরে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের । ট্রেন বন্ধ থাকার কারণে এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লাইনের বিভিন্ন ট্রেন ৷ কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। ফলে এদিন ভোগান্তি পোহাতে হয় এই রুটের যাত্রীদের ৷ এদিন রাত 10টা পর্যন্তও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে খবর ৷
রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও সোনারপুর স্টেশনের মাঝে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার ৷ যার জেরে এদিন রাত পর্যন্ত দীর্ঘ কয়েকঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায় ৷ রেল আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷ দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ৷ ট্রেন লাইনের উপর ওভারহেড তার মেরামতি করার চেষ্টা চালানো হচ্ছে ।