মগরাহাট, 24 ফেবরুয়ারি : লেভেল ক্রসিং পেরনোর সময় রেললাইনের উপর বালি ভর্তি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ল ৷ এর ফলে সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশন লাগোয়া লেভেল ক্রসিং পেরোনোর সময় রেল লাইনের উপর বালি ভর্তি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ায় সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় । 11টা থেকে মগরাহাট থেকে ডায়মন্ড হারবারের মধ্যে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তড়িঘড়ি মগরাহাট থানার পুলিশ ও ডায়মন্ড হারবার থেকে জিআরপি পুলিশ এসে বিকল হয়ে পড়ায় ট্রাকটিকে রেল লাইনের উপর থেকে সরানোর চেষ্টা করে।