পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মগরাহাটে লেভেল ক্রসিংয়ে আটকে পড়ল বালি বোঝাই ট্রাক, বন্ধ ট্রেন চলাচল - বন্ধ ট্রেনচলাচল

সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত।  রেললাইনের উপর বালি ভরতি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ায় এই ঘটনা ঘটে ৷

Sand-laden truck
আটকে পড়ল বালি বোঝাই ট্রাক

By

Published : Feb 24, 2021, 2:30 PM IST

মগরাহাট, 24 ফেবরুয়ারি : লেভেল ক্রসিং পেরনোর সময় রেললাইনের উপর বালি ভর্তি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ল ৷ এর ফলে সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশন লাগোয়া লেভেল ক্রসিং পেরোনোর সময় রেল লাইনের উপর বালি ভর্তি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ায় সকাল 11টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় । 11টা থেকে মগরাহাট থেকে ডায়মন্ড হারবারের মধ্যে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তড়িঘড়ি মগরাহাট থানার পুলিশ ও ডায়মন্ড হারবার থেকে জিআরপি পুলিশ এসে বিকল হয়ে পড়ায় ট্রাকটিকে রেল লাইনের উপর থেকে সরানোর চেষ্টা করে।

আরও পড়ুন :নন্দীগ্রামে প্রার্থী দিতে আব্বাসকে আবেদন বামের

মগরাহাট ও ডায়মন্ড হারবারের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকলেও মগরাহাট থেকে শিয়ালদহ ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। গত কয়েক দিন আগে লেভেল ক্রসিংয়ের রাস্তায় রেল লাইনের উপরে কাজ করেছিল রেল। সেই কাজের পর রেললাইন উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

ABOUT THE AUTHOR

...view details