পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ দক্ষিণ 24 পরগনায় 4 টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের - loksabha

শেষ দফার ভোট যতই এগোচ্ছে ততই আরও বেশি করে সভা করছেন তিনি । আর সেই কারণেই দক্ষিণ 24 পরগনার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য আজ দুটি করে সভা করবেন তিনি ।

আজ দক্ষিণ 24 পরগনায় 4 টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

By

Published : May 12, 2019, 7:01 AM IST

বারুইপুর, 12 মে : শেষ দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে । ভোটের আগে এই জেলার সবকটি লোকসভা কেন্দ্রেই একাধিক সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই উপলক্ষ্যে এই জেলায় জেলায় চারটি সভা করবেন তিনি ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে । তারপর সেখান থেকে যাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে । প্রতিমা মণ্ডলের সমর্থনে বাসন্তীর সোনাখালি ও ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে যাবেন । এই দুটি সভা করার পর মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর রাসমাঠ ও সোনারপুর চাঁদমারি মাঠে যাবেন ।

সাধারণত রাজ্যের এক একটি লোকসভায় একটি করেই সভা করেন তৃণমূল সুপ্রিমো । কিন্তু শেষ দফার ভোট যত এগিয়ে আসছে ততই বেশি করে সভা করছেন তিনি । আর সেই কারণেই দক্ষিণ 24 পরগণার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য দুটি করে সভা করছেন তিনি । এরপর মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও তিনি প্রার্থীদের জন্য সভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর । যদিও আজকের সভার পরই আগামীকাল BJPও পালটা সভা করবে ক্যানিং ও বারুইপুরে । বুধবার ক্যানিংয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক কাণ্ডারী ও বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরার সমর্থনে সভা করার কথা BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর । অন্যদিকে, ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভা করার কথাও রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details