বারুইপুর, 6 মে : রাজ্যে হিংসা অব্যহত ৷ কোথাও বিজেপি , কোথাও আবার তৃণমূল কর্মী-সমর্থক ৷ ভোটের পরেও খুন, বোমাবাজি, মারধরের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি । ফল ঘোষণার পর রাজ্যে তৃণমূল-বিজেপি-আইএসএফ কর্মী সমর্থকদের সংঘর্ষে মৃত্য হয়েছে অন্তত 12 জনের ৷ রাজ্যের হিংসাত্মক পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে দায়ীও করেন ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে আধিকারিকদের রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সেইমতো দক্ষিণ 24 পরগনাতে শান্তিপূর্ণ পরিস্থিতি ফেরাতে উদ্যোগ নিল জেলা প্রশাসন ৷ বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে সোনারপুর, নরেন্দ্রপুর সহ বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে ডাকা বৈঠকে অংশ নিলেন সোনারপুর উত্তর বিধানসভার তিনবারের বিধায়ক ফিরদৌসী বেগম , বিজেপি, সিপিএম ও তৃণমূলের অন্যান্য প্রতিনিধি ৷ পাশাপাশি সোনারপুর বিডিও অফিসেও সোনারপুর থানার আইসির উদ্যোগে একটি বৈঠক ডাকা হয় ৷ যে বৈঠকে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র , ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী, বিডিও সৌরভ ধল্ল-সহ অন্যান্যরা ৷
বৈঠক শেষে ফিরদৌসি বেগম জানান, " মুখ্যমন্ত্রী রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন ৷ সেইমতো আমরা একযোগে হাতে হাত ধরে কাজ করব ৷ আমাদের মূল লক্ষ্য হবে অবিলম্বে রাজ্যের হিংসাত্মক পরিবেশে লাগাম টানা ৷" পাশাপাশি তিনি এও জানান, " এখানকার মানুষদের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি ৷ আমরা চাইব এখানকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে ৷ শান্তিতে থাকে ৷ "