সাতগাছিয়া (দক্ষিণ 24 পরগনা), 19 জুলাই : ঘূর্ণিঝড় যশের ত্রাণবিলিকে কেন্দ্র করে সাতগাছিয়া বিধানসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করেছে পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সামিমা শেখ ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণ এসেছিল, তা তিনি পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি শ্যামল মণ্ডলের বাড়িতে মজুত করে রেখেছিলেন ৷ সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ নিজে পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণবিলি করলেন ৷
প্রসঙ্গত, পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের গোতলাহাট, সুলতানপুর, ঘোড়াহাটা এলাকায় ত্রাণ চুরি এবং স্বজনপোষণের অভিযোগে জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের বিরুদ্ধে পোস্টার পড়ে ৷ 2021 বিধানসভা নির্বাচনে পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি শ্যামল মণ্ডল বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিলেন ৷ অভিযোগ সেই শ্য়ামল মণ্ডলের সঙ্গে মিলে ঘূর্ণিঝড় যশের জন্য আসা ত্রাণ সরিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি ৷