পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীদের কটূক্তি করার প্রতিবাদ করে আক্রান্ত TMCP-র সদস্যরা - parulia

কলেজ ছাত্রীদের কুকথা বলেছিল প্রথম বর্ষের কয়েক জন ৷ তার প্রতিবাদ করেছিল তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য ৷ আর তার পরই কলেজের প্রথম বর্ষের জনাকয়েক ছাত্র বহিরাগতদের এনে হামলা চালায় তাদের উপর । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি ।

কলেজ ছাত্রদের উপর হামলা

By

Published : Sep 25, 2019, 10:32 PM IST

Updated : Sep 25, 2019, 10:59 PM IST

পারুলিয়া, 25 সেপ্টেম্বর : কলেজের ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করে বহিরাগতদের হাতে আক্রান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যরা । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টালের সরিষা শিশুরাম দাস কলেজের । ঘটনায় কলেজের চার ছাত্র আহত হয়েছে ।

গতকাল প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদের কটূক্তি করে । ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের জানালে এই নিয়ে অভিযুক্ত ছাত্রদের সতর্ক করা হলে সমস্যা মিটে যায় । কিন্তু আজ সকালে ওই ছাত্ররা বহিরাগতদের সঙ্গে নিয়ে এসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হামলা করে । মারধর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জখম অবস্থায় হাসপাতালে ভরতি ওই চার ছাত্র । অভিযোগ, লাঠি, বাঁশ, রড দিয়ে তাদের উপর চড়াও হয় বহিরাগতরা । কলেজের CCTV ফুটেজ দেখে দোষীদের শাস্তি দেওয়ারও দাবি করে তারা ।

তবে এবিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ছাত্রদের তরফে । অভিযোগ হলেই ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

Last Updated : Sep 25, 2019, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details